স্বপ্ন পূরণ হল ভারতীয় দলের পেসার মহম্মদ শামির। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করলেন তিনি। ওই পুরস্কার পেয়ে শামি বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল তাঁর।
শামি ছাড়াও আরও ২৫ জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি জানান, প্রতিটি খেলোয়াড়ই এই পুরস্কার গ্রহণের জন্য অপেক্ষা করে থাকে। কঠোর পরিশ্রমের ফলেই তাঁর কাছে এই পুরস্কার এসেছে বলে শামির মত।
একাধিক বাধার মুখে পড়তে হয়েছিল শামিকে। ২০২৩ বিশ্বকাপের শুরুতে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। তারপর মাঠে নামার সুযোগ পেয়ে মাত্র ৭টি ম্যাচে ২৪টি উইকেট নিজের ঝুলিতে নেয় ভারতীয় এই তারকা পেসার।