টানা ১০ ম্যাচ জেতার পর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে অপ্রত্যাশিত হার টিম ইন্ডিয়ার। থমকে গিয়েছিল গোটা দেশ। ৪ দিন পর প্রাথমিক ধাক্কা সামলে মুখ খুললেন পেসার মহম্মদ শামি। বললেন, হারের দায় অনেকটাই রোহিত শর্মাদের।
সংবাদ সংস্থা এএনআইকে শামি বলেন, ‘‘আমরা ৩০০ রান করতে পারলেই ওদের আটকে দিতাম। ব্যাটারদের আরও একটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। আগের ১০ ম্যাচে আমরা যে ভাবে ব্যাট করেছি ফাইনালে সেটা করতে পারিনি।’’
বিতর্ক এড়াতে অবশ্য শামি বলেন, ‘‘এখন আর অন্যদের উপর দায় চাপিয়ে কোনও লাভ নেই। কারণ, ক্রিকেট দলগত খেলা। আমরা একটা দল হিসাবেই খেলেছি। দল হিসাবেই হেরেছি।’’
মাত্র সাতটি ম্যাচ খেলে বিশ্বকাপে সব থেকে বেশি ২৩টি উইকেট নিয়েছেন শামি।