রাজনীতি নিয়েই দিন কেটে যায় তাঁদের , নিজেদের জন্য ভাবার সময় কই। কিন্তু সাংসদদেরও তো শরীরচর্চা জরুরি। এবার সেই ব্যবস্থাই করে দিল BCCI, দিল্লিতে রয়েছে সাংসদদের জন্য রয়েছে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই), কিন্তু এতদিন অবধি সেখানে ছিল না কোনও জিম এবং শরীরচর্চার যথাযথ সরঞ্জাব। এবার সাংসদদদের ক্লাবে শরীরচর্চার সরঞ্জাম কেনার জন্য বিসিসিআই ২.২৫ কোটি টাকা দিয়েছে।
Derby Match Ticket : ডার্বি ম্যাচের টিকিট কবে থেকে মিলবে ? জানিয়ে দিল ডুরান্ড কর্তৃপক্ষ
অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বোর্ডের তরফে তুলে ধরে এই তথ্য জানানো হয়েছে। সেই বৈঠকে ছিলেন কংগ্রেস সাংসদ তথা বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। বৈঠকের আর্থিক খতিয়ান তুলে ধরেই পরিকাঠামোর উন্নতিতে এই টাকা ব্যয় করা হয়েছে বলে জানান তিনি।