ফ্রান্স-আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, তা ৯৬ ঘণ্টা হতে চলল। তবু, যেন আলোচনা থামছে না! এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যেমন রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে, ঠিক তেমনই আছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। পেনাল্টি শুট আউটে শুধু তাঁর হাতই নয়, মার্তিনেজের ফুটবল-মস্তিষ্কও হয়ে উঠেছিল আর্জেন্টিনার পরিত্রাতা। জানা যাচ্ছে এমনটাই। বিশ্বকাপের সেরা গোলকিপার হয়েছেন মার্তিনেজ। কোয়ার্টার ফাইনাল থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন। ফাইনালও তার ব্যতিক্রম নয়। টাইব্রেকার জিততে নানা রকমের কর্মকাণ্ড করেছেন তিনি। এমনটাই দাবি বিভিন্ন মহলের।
ফাইনাল জিতে উঠে আর্জেন্টিনার ফুটবলার দিবালা জানান, মার্তিনেজের কথামতোই সোজা মেরেছিলেন তিনি। তার ফলেই পেনাল্টি শুট আউট সফল হয়েছে তাঁর। শুধু তাঁকেই নয়, দলের অন্য সতীর্থদেরও মার্তিনেজ পরামর্শ দিয়েছিলেন বলে জানান দিবালা।
অন্যদিকে, নরওয়ের মনস্তত্ত্ববিদ গেইর জরডেটও ফাইনালের পেনাল্টি শুট আউটের সময় এমি মার্তিনেজ বিভিন্ন ভঙ্গিমায় যে মনস্তাত্ত্বিক খেলা খেলেছিলেন, তার ব্যাখ্যা করেছেন।