নানা ধরনের রসিক মন্তব্যের জন্য বিশ্বক্রিকেটের অন্দরে বিখ্যাত প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভন। এবার চলতি বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ নিয়ে তাঁর করা একটি টুইট ফের জল্পনার কেন্দ্রবিন্দুতে। তিনি একটি টুইট করে বলেন, 'কলকাতায় বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান। কে কে আমার সঙ্গে রয়েছেন'? তাঁর এই টুইটে দুই দেশের সমর্থকরাই নানা মন্তব্য করতে থাকেন। টুইটটি রি-টুইট করে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার ক্যাপশনে লেখেন- 'অতীতেও এই চিন্তা আমাদের ডুবিয়েছে ভনি'!
উল্লেখ্য, পাকিস্তান যদি চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষে চতুর্থ স্থানে উঠে আসতে পারে এবং ভারত শীর্ষস্থানে থাকে, তাহলে আরও একবার ২০১১ সালের পুনরাবৃত্তি দেখতে পাওয়া যেতে পারে। সেই বছরও সেমিফাইনাল পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। তাই ভারত-পাক সেমি নিয়ে ইতিমধ্যেই আশায় বুক বেঁধেছেন দু'দেশের সমর্থকরা। পিছিয়ে নেই প্রাক্তন ক্রিকেটাররাও!