IPL 2022, CSK vs MI review: 'লো স্কোরিং' এল ক্ল্যাসিকো আইপিএলে, চেন্নাইকে ৫ উইকেটে হারাল মুম্বই

Updated : May 12, 2022 23:40
|
Editorji News Desk

আইপিএলের (IPL 2022) এল ক্ল্যাসিকো। সেই মহাযুদ্ধই লো স্কোরিং থ্রিলার! মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এর আগেই নকআউট পর্বের বাইরে ছিটকে গিয়েছিল। খুব সামান্য হলেও অঙ্কের বিচারে আশা বেঁচে ছিল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। তবে শর্ত ছিল একটাই। বাকি সবকটি ম্যাচ জিততে হবে। এমন আবহেই মুম্বই চেন্নাইকে হারিয়ে ধোনিদের যাত্রাভঙ্গ করল বৃহস্পতিবার। বেনজির ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৯৭ রানে অলআউট (Mumbai beat Chennai by 5 wickets) হয়ে যায় সিএসকে। সেই রান তাড়া করে মুম্বই জিতল হাতে ৫ উইকেট এবং ৩১ বল নিয়ে।

আরও পড়ুন: নন্দন ও রাধায় জায়গা পেল না অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত', অন্ধকারে পরিচালক নিজেও

টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই বোলারদের দাপটে মাত্র ৯৭ রানে শেষ হয়ে যায় সিএসকে। ড্যানিয়েল স্যামস নেন তিন-তিনটি উইকেট। রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের মুকেশ চৌধুরী শুরুতেই আগুন জ্বালান। তাঁর দাপটে একসময়ে ঠকঠকানি ধরে যায় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসে। চার-চারটি উইকেট দ্রুত হারিয়ে মুম্বই নিজেদের বিপন্ন করে ফেলে। স্কোর বোর্ড বলছিল, চার উইকেট হারিয়ে মুম্বইয়ের রান ৩৩। সেই অবস্থা থেকে মুম্বইকে টেনে তোলার কাজ করেন তিলক ভার্মা ও হৃত্বিক।

২০১১ সালের বিশ্বকাপে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই (Wankhede Stadium) স্বপ্নের ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। নুয়ান কুলশেখরাকে ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। ১১ বছর পরে সেই পয়মন্ত মাঠেই হার মানতে হল ধোনির চেন্নাই সুপার কিংসকে। মুম্বইয়ের কাছে আত্মসমর্পণ করতে হল চেন্নাইকে।  প্রথমে ব্যাট করে একশো রানও করতে পারলেন না সিএসকে-র (CSK) ব্যাটাররা। লড়লেন কেবল ধোনি একা। কিন্তু তাঁর সেই লড়াই কাজে লাগল না এদিন। শেষমেশ চেন্নাইয়ের ইনিংস শেষ হয়ে যায় ১৬ ওভারে। ধোনিরা করেন মাত্র ৯৭ রান। চেন্নাই অধিনায়ক শেষপর্যন্ত অপরাজিত থেকে যান ৩৬ রানে। 

Mumbai IndiansCSKIPL 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও