শাশুড়ি বৌমার সাপে নেউলে সম্পর্ক নতুন কিছু নয়। কিন্তু জানেন কি? আর ৫ টা পরিবারের মতো মেসির মা বৌয়ের মধ্যেও ঝগড়াঝাটি লেগেই থাকে। আন্তোনেল্লা রোকুজ্জো, মেসির স্ত্রী হিসেবে তাঁর বিশ্বজোড়া খ্যাতি। এই সুন্দরী আবার বিখ্যাত মডেলও। তবে মেসির মা নাকি তাঁকে মোটেও পছন্দ করেন না।
মেসির মা সেলিয়া মারিয়ার কথায় বিশ্ব জোড়া খ্যাতি ছেলের, তার পাশে নাকি একেবারেই বেমানান বৌমা আন্তোনেল্লা। আন্তোনেল্লা এদিকে খুবই সাধারণ ঘরের মেয়ে। দুই পরিবারের মধ্যেও নাকি সদ্ভাব ছিল না বিশেষ। বিয়ের দিন থেকেই বৌমার প্রতি এই বিরূপ মনোভাব স্পষ্ট।
আরও পড়ুন : বাইসাইকেল কিকের পর চোখধাঁধানো ফিনিশিং, রিচার্লিসনে মজে ফুটবলপ্রেমীরা
আর্জেন্টিনার নিয়মানুযায়ী বিয়ের দিন কেবল কনেই সাদা পোশাক পরবেন, বাকি সকলে অন্য রং। অথচ ছেলের বিয়েতে সাদা পোশাকই পরেছিলেন সেলিয়া। অর্ধেক আত্মীয় স্বজনকে নাকি লজ্জায় নিমন্ত্রণ ও করেননি সেলিয়া। শোনা যায়, কথাও নেই শাশুড়ি বৌমার। তবে সব সম্ভব সমস্যা সরিয়ে তিন সন্তানকে নিয়ে চুটিয়ে সংসার করছেন মেসি এবং তার ঘরণী।