এই বিশ্বকাপে মহম্মদ শামির ফর্ম নিয়ে প্রশংসা করেছেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। প্রথম চারটে ম্যাচ না খেলেও গোটা বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারি তিনি ,কিন্তু ফাইনালের দিন শামি ম্যাজিক সেভাবে কাজে লাগেনি। শেষমেশ হারতে হয়েছে ইন্ডিয়াকে। গোটা বিশ্বকাপেই একেরপর এক ‘স্বামীবিরোধী’ মন্তব্য করে শিরোনাম কেড়েছিলেন মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান।
Rodrygo: মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন, দাবি ব্রাজিলের রড্রিগোর
আজকাল তিনি যাই পোস্ট করেন তা নিয়েই শুরু হয় বিতর্ক, মনে করা হয় শামিকেই কটাক্ষ করছেন তিনি। এই যেমন সম্প্রতি, লতা মঙ্গেশকরের ‘ম্যায় তেরি দুশমন’ গানটিতে একটি রিল ভিডিও বানিয়েছেন হাসিন। নাগিনা সিনেমার এই গান দিয়েই শামিকে খোঁচা দিয়েছেন হাসিন, কেউ কেউ এমনটাই মনে করছেন।