টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ মসৃণ করতে এগিয়ে এল বিশ্ববিখ্যাত দ্য মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। ২০২৭ সালের বিশ্বকাপের পরে প্রতি বছর ওয়ান ডে ক্রিকেটের সংখ্যা কমানোর আর্জিও জানাল এই শতাব্দীপ্রাচীন ক্লাবটি।
লর্ডসে একটি সাম্প্রতিক বৈঠকে ১৩ জন সদস্যের এমসিসি'র বিশ্বক্রিকেট কমিটি ওয়ান ডে ক্রিকেটের সংখ্যায় কাটছাঁট করার দাবিও জানায়। অতি ব্যস্ত ক্রিকেট ক্যালেন্ডারের মধ্যে টি২০-র বিভিন্ন ঘরোয়া ফ্যাঞ্চাইজি লিগের আধিপত্যই বেশি।
তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে এমসিসি জানায়, "বিশ্বকাপ ছাড়া ওয়ান ডে ক্রিকেটের ভূমিকা আর কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আমাদের কমিটির মনে প্রশ্ন রয়েছে। আমাদের আর্জি, ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের পর ওয়ান ডে ক্রিকেটের সংখ্যা অনেক মিয়ে দেওয়া হোক'।
উল্লেখ্য, এমসিসি'র কমিটি মনে করে, ওয়ানডে ক্রিকেটের সংখ্যা কমে গেলে তা ক্রিকেটের সামগ্রিক গুণমানের পক্ষেও যথেষ্ট ইতিবাচক বিষয় হয়ে উঠবে।