আইপিএল-এর অভিষেক ম্যাচে লাইমলাইট কেড়ে নিয়েছেন ময়াঙ্ক যাদব । পঞ্জবের বিরুদ্ধে আইপিএল-এর মঞ্চে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় দ্রুততম বল করে তাক লাগিয়ে দিয়েছেন । কিন্তু, ময়াঙ্ক জানিয়েছেন, দ্রুততম বোলিং তাঁর লক্ষ্য নয় । এমনকী, বিশ্বের দ্রুততম বোলারও হতে চান না । টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ময়াঙ্ক জানিয়েছেন, তিনি দ্রুততম নন, বিশ্বের সেরা বোলার হতে চান ।
টাইমস অফ ইন্ডিয়া-র তরফে ময়াঙ্ককে প্রশ্ন করা হয়, তিনি বিশ্বের দ্রুততম বোলার হতে চান কি না । জবাবে লখনউ পেসার বলেন, 'আমি কখনও বিশ্বের দ্রুততম বোলার হতে চাইনি । এটা আমি স্বপ্নেও ভাবিনি । আমি বিশ্বের দ্রুততম বোলার হতে চাই না । আমি শুধু বিশ্বের সেরা বোলার হতে চাই । আমি শুধু কম রান দিতে চাই এবং আমার পারফরম্যান্সে ধারাবাহিক থাকতে চাই। পেস আমার জন্য প্লাস পয়েন্ট । পেস আমার জন্য প্লাস পয়েন্ট । '
ময়াঙ্ক আরও জানিয়েছেন, গত তিন বছর ধরে লখনউ-এর সঙ্গে রয়েছে । কিন্তু, একবারও খেলার সুযোগ পাননি । প্রথম বছর সুযোগ মেলেনি । দ্বিতীয় বছর চোট । অবশেষে সেই সুযোগ এল তৃতীয় বছরে । যখন কে এল রাহুল তাঁকে পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে বলেন, তখনই তরুণ পেসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন নিজের সেরাটা দেবেন । নিজের পারফরম্যান্সে খুশি ময়াঙ্ক ।