মাত্র দুটি আইপিএল ম্যাচ খেলেছেন ময়াঙ্ক যাদব। তাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই তরুণ প্রতিভাবান পেসার। জুন মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি'র সম্ভাবনা নিয়েও প্রায় নিশ্চিত বিশেষজ্ঞরা। গত শনিবারই আইপিএলে অভিষেক হয়েছে ময়াঙ্কের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৭ রানে ৩ উইকেট তুলে নেন। ওই ম্যাচেই আইপিএলের দ্বিতীয় দ্রুততম বলটি করেছিলেন ময়াঙ্ক। ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিতে বলটি করেছিলেন তিনি। প্লেয়ার অব দ্য ম্যাচও হন তিনি।
তিনদিন বাদে, চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৫৬.৭ কিলোমিটার গতিতে একটি বল করেন তিনি। ১৪ রানে ৩ উইকেট তুলে নেন। এই ম্যাচেও প্লেয়ার অব দ্য ম্যাচের শিরোপা ওঠে ময়াঙ্কের মুকুটে।
টম মুডি বলেন, "ময়াঙ্ক নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য যা দক্ষতা প্রয়োজন, তা সব ওঁর মধ্যে রয়েছে। পরের ম্যাচগুলোয় ও কেমন বল করে সেইদিকে অধীর আগ্রহ নিয়ে চেয়ে আছি আমি আরও অনেকের মতোই"।