নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ ক্রীড়া জগতে। জোড়া ক্যানসারে আক্রান্ত হয়েছেন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা। এর আগেও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরেও উঠেছিল। আবারও মারণরোগ বাসা বেঁধেছে ৫৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী প্রাক্তন টেনিস তারকার শরীরে। গলা এবং স্তনের ক্যানসারে আক্রান্ত তিনি। নিজেই একথা জানিয়েছেন মার্টিনা।
গত বছরের নভেম্বরে ঘাড়ে অস্বস্তি অনুভব করায় পরীক্ষানিরীক্ষা করান মার্টিনা৷ প্রথমে ধরা পড়ে একটি টিউমার৷ এরপর দেখা যায় গলার পাশাপাশি ক্যানসার ছড়িয়ে পড়েছে স্তনেও। মার্টিনার এক মুখপত্র অবশ্য আশ্বস্ত করেছেন অনুরাগীদের৷ তিনি জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে ক্যানসার। ফলে সেরে ওঠার সম্ভাবনাই বেশি। চলতি মাসেই শুরু হবে চিকিৎসা।
খেলা ছাড়ার পর টেনিস বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন মার্টিনা৷ অস্ট্রেলিয়া ওপেনে ধারাভাষ্য দিতে মেলবোর্ন যাওয়ার কথা ছিল তাঁর। আপাতত সেই সফর বাতিল হচ্ছে৷ তবে বাড়ি থেকেই বিশেষজ্ঞ হিসাবে কাজ করবেন তিনি।
মার্টিনা অবশ্য টেনিস কোর্টের মতোই লড়াকু মেজাজে। তিনি জানিয়েছেন, এই জোড়া 'উপহার' তাঁর জন্য উদ্বেগজনক হলেও এর নিরাময় সম্ভব। নিজের ভিতরের শক্তি দিয়েই তিনি লড়াই করবেন।