কেকেআর (KKR)-এ বাংলার ক্রিকেটার সেরকমভাবে নেই । কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সেভাবে বাংলার ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে না । সম্প্রতি, এই নিয়েই আলোচনা চলছে ক্রিকেট মহলে । কয়েকদিন আগেই খোদ সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া কেকেআর-এ আরও বেশি বাংলার ক্রিকেটার দেখতে চান বলে বার্তা দিয়েছিলেন । একই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন ঋদ্ধিমান সাহাও । এবার এই নিয়ে মুখ খুললেন মনোজ তিওয়ারিও (Manoj Tiwary) । এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তিনি । কেকেআরে যাতে আরও বাংলার ক্রিকেটার নেওয়া হয়, তার জন্য মনোজ চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে কথা বলুন ।
মনোজ তিওয়ারির মতে, কেকেআরের সংস্কৃতিটা বদলানো দরকার । কলকাতা নাইট রাইডার্সে আরও বেশি বাংলার ক্রিকেটারকে নিতে হবে । কেন স্থানীয় ক্রিকেটার আরও বেশি করে নেওয়া দরকার, সে প্রসঙ্গে মনোজ এক ওয়েবসাইটে বলেছেন, “স্থানীয় ক্রিকেটারদের দেখতে লোকে মাঠে আসে। সমর্থকরাও সেটাই চায়। নিজের রাজ্যের ক্রিকেটারদের দেখলে লোকে আরও বেশি সমর্থন করতে এগিয়ে আসবে । আবেগও বেশি থাকবে। ”
মনোজ তিওয়ারির প্রশ্ন,বাকি দলগুলোয় যদি বাংলার ক্রিকেটাররা নিয়মিত প্রথম একাদশে সুযোগ পায়, তা হলে এখানে পাবে না কেন ? একই সঙ্গে তিনি দল পরিচালন সমিতির উপরও প্রশ্ন তুলে দিলেন ।
প্রসঙ্গত, আগে কেকেআরের জার্সিতে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহস, মহম্মদ শামিদের । কিন্তু এখন ছবিটা উল্টো । এই নিয়ে কয়েকদিন আগে কেকেআর-কে বার্তা দিয়েছিলেন সিএবি (CAB) সভাপতি অভিষেক ডালমিয়া । কেকেআরে বাংলার আরও বেশি ক্রিকেটারকে দেখতে চান বলে জানিয়েছিলেন তিনি।