শুক্রবার অর্থাৎ ৩১ মার্চ থেকে শুরু হয়েছে ক্রিকেটের মহাযুদ্ধ। ১৬ তম আইপিএলের (IPL Opening) উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। অরিজিৎ সিং, তমান্না ভাটিয়া, রশ্মিকা মন্দানাদের দমদার পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের বাড়তি পাওনা ছিলেন মন্দিরা বেদী (Mandira Bedi)। স্বামীর মৃত্যুর পর থেকে দীর্ঘদিন তাঁকে দেখা যেত না মাঠে। অবশেষে ফিরলেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। মন্দিরার দুই হাতের দুটো ঘড়িতে চোখ আটকেছে দর্শকদের। ওয়াইন গাউন আর ছোট চুলে মাইক হাতে বরাবরের মতোই আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। এতদিন পর তিনি মাঠে ফেরায় খুশি তাঁর অনুরাগীরাও। কিন্তু কেন দু'হাতে ঘড়ি পরেছিলেন মন্দিরা, তা অবশ্য জানা যায়নি।
Ankush-Oindrila: অঙ্কুশের ভাত কাপড়ের দায়িত্ব নেবেন ঐন্দ্রিলা? প্রেমিকার জন্মদিনে এমনই আবদার অভিনেতার
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন। এই দিনেই মন্দিরা ও দুই ছেলে-মেয়েকে একা রেখে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন পরিচালক রাজ কৌশল (Raj Kaushal ) । স্বামীর শবদেহ বইতে নিজে কাঁধ দিয়েছিলেন মন্দিরা। তবে,এক সাক্ষাৎকারে মন্দিরা বেদী বলেন, দুই সন্তানের অভিভাবক হতে পারাই তাঁর জীবনের মূল চালিকাশক্তি । ভাল মা হতে পারলে মানুষ হিসেবেও তিনি উন্নত হতে পারবেন বলে জানিয়েছিলেন ।