এর আগে একাধিকবার মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) স্টাইল স্টেটমেন্ট শিরোনামে থেকেছে। ২০০৭ সালে ধোনির বড় চুল ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। ক্রিকেট পাগল যুবকদের চুলে ধোনি ছাট দেওয়ার হিড়িক শুরু হয়েছিল। এরপর ২০১১ সালে বিশ্বকাপ ঘরে তোলার পর, সকলকে চমকে দিয়ে মাথা ন্যাড়া করে ফেলেছিলেন মাহি। সম্প্রতি ফের ধোনির হেয়ারস্টাইল নজর কেড়েছে।
ICC World Cup 2023: বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও কাঁটা বৃষ্টি, নির্ধারিত সময় হল না টস
ধোনি ফেরালেন ২০০৭ সালের স্মৃতি। হেয়ার স্টাইলিস্ট আলি হাকিমের হাতের ছোঁয়ায় ধোনি পেয়েছেন এক্কেবারে নয়া লুক। বড় চুলে হাইলাইট করেছেন প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক। চোখে রোদচশমা। কালো টিশার্টে ধোনির দিক থেকে চোখ ফেরানো দায়।