আজ ক্যাপ্টেন কুলের জন্মদিন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পা দিলেন ৪২ বছরে। তাঁর ক্রিকেটে অবদান, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বারংবার প্রশংসিত হয়েছে। স্বভাবে নম্র মানুষ তিনি, সঙ্গে বেজায় ভোজন রসিকও।
আজ এডিটরজি বাংলার পর্দায় রইল মাহির পছন্দের কিছু খাবারের তালিকা।
‘ঘর কা খানা’ : খেলোয়াড়দের ফিট থাকাটা জরুরি। তাই খুব বেশি ক্যালোরি খাওয়া চলে না। তাই ধোনির সবচেয়ে পছন্দ ঘরের খাওয়ার। বেশ কিছু ঐতিহ্যবাহী ভারতীয় খাবারও ধোনি ভালবাসেন। এছাড়া ডাল , সবজি , নানা ধরনের স্যালাড , চিকেন ধোনির পছন্দের।
মিষ্টিপ্রীতি: আর সব ভারতীয়দের মতো ধোনিরাও পছন্দের ডেজার্ট মিষ্টি। ডেজার্টের মধ্যে ক্যাপ্টেন কুল-এর প্রিয় হল ঘরে তৈরি ক্ষীর। এছাড়াও গাজরের হালুয়াও পছন্দ করেন মাহি।
চিকেনের প্রতি ভালবাসা : চিকেন পিজ্জা থেকে বাটার চিকেন সবই ভালবাসেন ধোনি।
রাঁচির মটন: আমরা সকলেই জানি যে ধোনি রাঁচির বাসিন্দা, সেখানকার বিখ্যাত সারনা হোটেলের মটন কারি ধোনির প্রিয়।