আইপিএলে (IPL 2022) নতুন হলেও টুর্নামেন্টের প্রথম থেকেই নিজেদের একটি জায়গা তৈরি করে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রবিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) দ্বিতীয়বার পর্যুদস্ত করার পরে লখনউ আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টানা আট ম্যাচে হেরে রীতিমতো জর্জরিত। অন্যদিকে, ৮ ম্যাচ খেলে ৫'টিতে জিতে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল লখনউ সুপার জায়ান্টস।
অধিনায়ক কে এল রাহুল (K L Rahul) মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে শতরান করে উঠে নিজের দলকে প্রশংসায় ভরিয়ে দিলেন। ম্যাচের পরের সাংবাদিক সম্মেলনে সব বিভাগেই দলের দক্ষতার জন্য সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনি জানান, "আমরা নিলামের সময়েই ঠিক করে নিয়েছিলাম, এমন কিছু খেলোয়াড়কে দলে নেব, যাঁদের জন্য আমাদের দলের অন্দরে তাজা পরিবেশ বজায় থাকবে। আমাদের হাতে চমকপ্রদ বিকল্প বেছে নেওয়ারও সুযোগ থাকবে"।
আরও পড়ুন: রাহুলের দুর্ধর্ষ শতরান, টানা আট ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের
টুর্নামেন্টে নিজের দ্বিতীয় শতরান করে মুম্বইকে (Mumbai Indians) ৩৬ রানে হারানোর নেপথ্যের মূল কারিগর ছিলেন কে এল রাহুল।
মহসিন খান ও দুষ্মন্ত চামিরা দুরন্ত ফর্মে রয়েছেন। মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন চামিরা। ১৯-তম ওভারে যে আত্মবিশ্বাস নিয়ে বল করেন তিনি, তাও প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। ১৯ রানে ৩ উইকেট নিয়ে মুম্বইয়ের মিডল অর্ডারে ধ্বস নামান ক্রুনাল পান্ডিয়া।
বোলিং কোচ অ্যান্ডি বিচেল (Andy Bichel) তাঁর দলের বোলিং বিভাগের প্রশংসা করে বলেন, "দুষ্মন্ত অসামান্য। ১৯-তম ওভারে ও যেভাবে বল করেছে তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ওই ওভারেই পুরো ম্যাচ আমাদের দখলে চলে আসে। জেসন (হোল্ডার) ওঁর অভিজ্ঞতা দিয়ে দারুণ করছে। ও বিপক্ষকে খুব ভাল করে চেনে। ও বিভিন্ন ধরনের ডেলিভারি করতে পারে, যার ফলে ওকে খেলা অধিকাংশ সময়ে খুব কঠিন হয়ে যায়। আর ও এটা প্রতি ম্যাচ জুড়ে করতে থাকে। যার ফলে ওর আত্মবিশ্বাসও এখনও আকাশছোঁয়া।
যদিও, লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দারুণ জয় পেলেও এবং অধিনায়ক কে এল রাহুল দুর্ধর্ষ শতরান করলেও বাকি ব্যাটারদেরও নিয়মিত পারফর্ম করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে রাহুল চাড়া আর কেউই ক্রিজে তেমনভাবে থিতু হতে না পারায় প্রত্যশিত রান তুলতে পারেনি লখনউ।