আইপিএল এ লখনউয়ের হোম ম্যাচ শেষ, এবার প্লে অফের পালা। শেষ ম্যাচে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বিশেষ উপহার এলএসজি-র মালিক ডঃ সঞ্জীব গোয়েঙ্কার।
সুপার জায়ান্টসদের সকলের সই সমেত একটি ব্যাট উপহার দেওয়া হল যোগী আদিত্যনাথের হাতে। আইপিএল চলাকালীন সমস্ত রকম সহযোগিতার জন্য আদিত্যনাথকে ধন্যবাদও জানালেন ডঃ গোয়েঙ্কা।
এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল খেলছে এলএসজি। এই মুহূর্তে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে দলটি।