বিশ্বকাপে আগেই ফিরতে হয়েছে বাংলাদেশকে। তবে বিশ্বকাপের মাঝেও দুবার দেশে ফিরতে হয়েছিল সেদেশের লিটন দাসকে। তবে এবার পাওয়া গেল আসল কারণ। বাবা হলেন বাংলাদেশ তথা কলকাতা রাইডার্সের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ১৬ নভেম্বর ঢাকার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন লিটন পত্নী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা।
ICC ODI WC Final 2023: ফাইনালে প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কদের আমন্ত্রণ, ভিআইপি বক্সে আর কারা থাকবেন!
প্রথম বার বাবা হলেন লিটন। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে লিটন জানিয়েছেন, ‘’সকাল ৯টা ২৭ মিনিটে আমদের একটি ছোট্ট রাজকন্যা প্রাপ্তির সৌভাগ্য হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদের জন্য আপনারা প্রার্থনা করুন।’’ এর আগে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে বাবা হওয়ার সুখবর জানিয়েছিলেন লিটন।