লিওনেল মেসির হাতেই ব্যালন ডি’অর । অর্থাৎ বর্ষসেরা পুরুষ ফুটবলার তিনি । একবার নয়, এই নিয়ে অষ্টমবার সম্মানিত হলেন মেসি, যা রেকর্ড বলা যেতে পারে । প্যারিসেই চোখ ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করা হয় । ব্যালন ডি'অর কার হাতে উঠবে, সেই নিয়েই চলছিল জল্পনা । অবশেষে মেসির নামই ঘোষণা করা হল ।
ব্যালন ডি'অর-এর দৌঁড়ে ছিলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার এরলিং হ্যাল্যান্ড এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপেও । কিন্তু, দু'জনকেই পিছনে ফেলে আবারও একবার সেরা হলেন লিওনেল মেসি । ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ে নেতৃত্ব, একইসঙ্গে মেসির সাতটি গোল, গোল্ডেন বল, তাঁর হাতে ফের তুলে দেয় ব্যালন ডি’অর । সাদা শার্টের ওপর কালো কোট এবং কালো বো টাই পরে অনুষ্ঠানে এসেছিলেন মেসি । সঙ্গে ছিলেন তাঁর তিন ছেলে ও স্ত্রী।
উল্লেখ্য,গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ৫৩টি গোল করার পাশাপাশি ট্রেবল জিতেছিলেন হালান্ড । অন্যদিকে, গত কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন, একইসঙ্গে এমবাপে জিতেছিলেন গোল্ডেন বুটও । তবে, সেসব কীর্তিকে ছাপিয়ে গিয়েছেন মেসি ।