ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi) । কত টাকা খরচ করে মেসিকে নিচ্ছে ক্লাব ? ইতিমধ্যেই সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে । জানা গিয়েছে, রোনাল্ডোর থেকে দ্বিগুণ বেশি টাকায় ইন্টার মায়ামিতে যাচ্ছেন মেসি ।
রোনাল্ডোকে দলে নিতে আল নাসের খরচ করেছিল ৬৪১ কোটি টাকা । সূত্রের খবর, সেখানে মায়ামি খরচ করছে প্রায় ১২৩৮ কোটি টাকা । তবে, এখনও মায়ামির সঙ্গে কোনও চুক্তি হয়নি মেসির । জানা গিয়েছে, আমেরিকার মেজর লিগ সকারে প্রতিটি দলে তিন জন করে ফুটবলার নেওয়া যায়, যাঁদের আর্থিক চুক্তি ক্লাবের মোট খরচের শর্তের বাইরে রাখা হবে। মায়ামিতে এখন এমন তিন জন ফুটবলার আছেন, যাঁদের মধ্যে এক জনকে সরিয়ে মেসিকে নেওয়া হবে ।
আরও পড়ুন, WTC Final: অস্ট্রেলিয়ার পেস আক্রমণে ব্যাটিংয়ে ধস, ৫ উইকেট হারিয়ে ৩১৮ রানে পিছিয়ে রোহিত ব্রিগেড
এদিকে, মেসির মায়ামিতে যোগ দেওয়ার খবর নিশ্চিত হতেই মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির ম্যাচের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। টেবিল পয়েন্টে সব থেকে নীচে রয়েছে ইন্টার মিয়ামি। কিন্তু মেসির কারণে টিকিটের দাম আগুন। জানা গিয়েছে, আগামী ২৬ অগস্ট নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে খেলবে এই দল। সেই ম্যাচে টিকিটের দাম শুরু হয় ২০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৭০০ টাকা। এই ম্যাচে খেলতে পারেন লিওনেল মেসি। আর মাঠের একেবারে সামনে বসে মেসি ম্যাজিক দেখতে চাইলে টিকিটের জন্য খসাতে হচ্ছে ২০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা। মায়ামির আগামী সব ম্যাচেই টিকিটের দাম বেড়েছে ।