Lionel Messi : সত্যিই বার্সালোনায় ফিরতে চেয়েছিলাম, কিন্তু...কী কারণে বার্সাতে গেলেন না মেসি ?

Updated : Jun 08, 2023 15:39
|
Editorji News Desk

সৌদি আরবের ক্লাব নয়, বার্সা নয় । আমেরিকার ইন্টার মায়ামিতেই যোগ দিচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi) । এলএমটেন জানিয়েছে, মায়ামির সঙ্গে এখনও ১০০ শতাংশ চুক্তির কাজ শেষ হয়নি। তা শীঘ্রই হবে । কিন্তু, এমএলএস-এ যোগ দেওয়ার বিষয়ে তিনি নিশ্চিত । তবে, মনে প্রাণে বার্সাতেই ফিরতে চেয়েছিলেন মেসি । সেটা সম্ভব হয়নি । কিন্তু কেন ? 

মেসি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বার্সায় তিনি ফেরার স্বপ্ন দেখেছিলেন । বার্সালোনায় ফেরা নিয়ে বেশ উত্তেজিত ছিলেন । মেসি বলেন, "সত্যি বলতে আমি বার্সেলোনায় ফিরতে চেয়েছিলাম । কিন্তু দুবছর আগে যেটা ঘটেছে, একই ঘটনার পুনরাবৃত্তি আমি চাইনি । অন্য কারও হাতে আমার ভবিষ্যৎ ছেড়ে দিতে চাইনি । যদিও আমি শুনেছি যে, লা লিগা সবকিছু মেনে নিয়েছে । কিন্তু, বার্সায় ফিরে আসলে আরও অনেক কিছু ঘটত ।" এরপরেই মেসি জানান, তাঁকে নেওয়ার জন্য অন্য ফুটবলারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সা। এমনকি অনেক খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথাও ভাবে বার্সা । সেটা চাননি মেসি । তাই বার্সায় ফিরলেন না ।

আরও পড়ুন, Lionel Messi : ইন্টার মায়ামিতেই যোগ দিচ্ছেন মেসি ? জল্পনার অবসান ঘটালেন এলএমটেন
 

মেসি আরও বলেন, "আসলে, আমি প্রেসিডেন্ট লাপোর্তার সঙ্গে খুব কম কথা বলেছি, বেশি হলে ওই একবার বা দু'বার । বরং জাভির সঙ্গে আমার যোগাযোগ আছে। তাঁর সঙ্গে আমার ফিরে আসার সম্ভাবনা নিয়ে কথাও বলেছিলাম । এমনকী আমার কাছে ইউরোপ থেকে অন্যান্য অফার এসেছিল । কিন্তু বার্সেলোনার কারণে সেগুলি গুরুত্ব দিইনি । "

মেসি বলেন, "আমি এমন একটি  মুহূর্তে আছি যেখানে আমি একটু ফোকাস থেকে বেরিয়ে আসতে চাই । আমার পরিবার সম্পর্কে আরও ভাবতে চাই । গত দুই বছর আমার পরিবারের ভাল কাটেনি ।"

সৌদি আরবের ক্লাব থেকে তিনি যে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন, সেই বিষয়ে স্বীকার করে নিয়েছেন মেসি । তাঁর কথায়, 'অর্থ আমার জন্য কখনও সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়নি। যদি এটা অর্থের বিষয় হত, তাহলে আমি সৌদি আরব অথবা অন্য কোনও জায়গাকে বেছে নিতাম ।" ইন্টার মায়ামিকে বেছে নেওয়ার অন্য কারণ রয়েছে বলে জানিয়েছেন এলএমটেন ।

Lionel Messi

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও