বিশ্বকাপ জেতার পর থেকে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi) । সম্প্রতি, বছর শেষের আগে নিজের শহর রোসারিয়োয় বড় পার্টি দিলেন এল এম টেন । পরিবারের পাশাপাশি আর্জেন্টিনার (Argentina) সতীর্থরাও সেই পার্টিতে হাজির ছিলেন । সম্প্রতি, মেসির 'বিগ' পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
সান্টা ফে-র রোসারিয়ো সিটি সেন্টারে পার্টির আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ছিল সিটি সেন্টারে । অনুষ্ঠানের নাম ছিল ‘চ্যাম্পিয়নদের উৎসব’। সম্প্রতি, কয়েকটি ভাইরাল হওয়া ছবিতে পার্টিতে সাদা টি-শার্টে দেখা গিয়েছে মেসিকে । এদিন, পার্টিতে একটি জার্মান সংস্থার বিলাসবহুল গাড়ি চড়ে আসেন মেসি । সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজো ও তিন সন্তান । এছাড়া পার্টিতে ছিলেন মেসির মা সেলিয়া কুচ্চিতিনি, দুই ভাই রদ্রিগো এবং মারিয়া সোল । আর্জেন্টিনার সতীর্থ অ্যাঙ্খেল দি মারিয়া এবং লিয়ান্দ্রো পারেদেসকেও দেখা গেল পার্টিতে । ‘মুচাচোস’ গানে চলল সেলিব্রেশন, কেক কাটা ।
আরও পড়ুন, Ronaldo and Messi: জানুয়ারিতেই মুখোমুখি হতে পারেন মেসি ও রোনাল্ডো!
২০ ডিসেম্বর দেশে ফেরেন মেসি। দু’দিন পরেই রোসারিয়োয় চলে যান। বড়দিন কাটান পরিবারের সঙ্গে । কিছুদিনের মধ্যে তাঁর প্যারিসের ক্লাবে ফিরবেন । তার আগে পার্টিতে মজলেন ফুটবল তারকা ।