তাঁর ছেলে মাঠে নামলে স্টেডিয়ামে উপচে পড়ে ভিড়, তাঁর ছেলের পা ছুঁয়ে জালে বল ঢুকতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা বিশ্ব। ছেলের সাফল্যের খতিয়ান হিসেবে রকমারি সম্মানজনক ট্রফিতে সাজানো তাঁর ড্রয়িং রুম। কথা হচ্ছে ফুটবলের ‘ম্যাজিশিয়ান’ লিওনেল মেসির মা'কে নিয়ে। এককথায় তিনি রত্নগর্ভা। এমন ছেলেকে পেটে ধরা ভাগ্যের ব্যাপার, তবুও আক্ষেপ রয়েছে তাঁর।
আরও পড়ুন: বিনির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ বিসিসিআই-এর, ২০ ডিসেম্বরের মধ্যে জবাব
বিশ্বের তামাম সব ট্রফি ঘরে তুললেও, ৫টা বিশ্বকাপ খেলার পরেও দেশকে ট্রফি এনে দিতে পারেননি লিও। এর জন্য বহু কথা শুনতে হয়েছে তাঁর ছেলেকে। সেই কষ্টের কথাই ভেসে উঠল এবার মেসির মায়ের কণ্ঠে। তিনি লিওর মা সেলিয়া মারিয়া কুকসিটিনি। একদিকে তাঁর ছেলে বিশ্বের সেরা, কিন্তু অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে ‘মেসি’ যেন এক ট্র্যাজিক হিরো।
মেসির মা জানালেন, এত সাফল্যের পরেও মেসিকে যন্ত্রণা দেয় বিশ্বকাপ ছুঁয়ে না দেখতে পারার। প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে, আরও ভালো পারফরম্যান্স দিতে রাত দিন এক করে দেন মেসি। এবার তাই শেষবেলায় মেসির মায়ের বিশ্বাস, “ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর।”