Lionel Messi : 'জানতাম জিতব, ঈশ্বর হয়তো আমার হাতেই বিশ্বকাপটা দেখতে চাইছিলেন', বিশ্বকাপ জিতে বললেন মেসি

Updated : Dec 26, 2022 07:03
|
Editorji News Desk

৩৬ বছর পর শাপমুক্তি । ফ্রান্সকে টাইব্রেকারে চার-দুই গোলে হারিয়ে বিশ্বকাপের ট্রফি হাতে তুলে নিল আর্জেন্টিনা । স্বপ্ন পূরণ হল মেসির । স্বপ্ন পূরণ হল আর্জেন্টাইনদের । খেলা শেষে মেসি জানিয়ে দিলেন, তাঁর বিশ্বাস ছিল বিশ্বকাপ তাঁদের হাতেই উঠবে । ঈশ্বরও হয়তো চাইছিলেন মেসি বিশ্বকাপ জিতুন । গোটা দেশের মানুষকে এই ট্রফি উৎসর্গ করেছেন মেসি।

আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমে মেসি জানান, যে কোনও ফুটবলারের কাছে দেশের হয়ে বিশ্বকাপ জেতা একমাত্র স্বপ্ন থাকে । অবিশ্বাস্য লাগছে। যা হয়েছে সেটা বিশ্বাসই করতে পারছেন না তিনি । বিশ্বকাপ জেতার থেকে আনন্দের মুহূর্ত আর কিছুতে নেই । মেসির কথায়, "যা কিছু আজ পর্যন্ত অর্জন করেছি, তার জন্যে আমি ভাগ্যবান। একমাত্র বিশ্বকাপটাই আমার ঘরে ছিল না। সেটাও এসে গেল।" তিনি 
এই আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে চান আর্জেন্টাইনদের সঙ্গে । কাতার থেকে সোজা আর্জেন্টিনায় যাবেন তিনি । 

ফুটবলকে ভালবাসেন মেসি । জাতীয় দলের হয়ে আরও কিছু দিন খেলে যেতে চান। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আরও কয়েকটা ম্যাচ খেলে তার পর অবসর নেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন । 

২০ বছর পর লাতিন আমেরিকায় এল বিশ্বকাপ। রবিবার গ্যালারিতে তখন সমর্থকদের গলায় মুচাচোর (Muchachos) আবেগ। আবেগে ভাসছে বুয়েন্স আয়ার্স থেকে বার্সেলোনা। দোহায় যারা এই বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকলেন, তাঁদের যেন বিশ্বাস হচ্ছে না।  কেউ কেঁদে ফেলছেন। কেউ জামা খুলে ওড়াচ্ছেন। মাঠেও তখন একই আবেগ। এতদিনের অধরা ট্রফি। এতদিনের অপূর্ণতা, যেন পূর্ণ হল এতদিনে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

Qatar World Cup 2022Lionel messiFifa world cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও