ফের বার্সেলোনায় মেসি ? সম্ভাবনা নাকি ৯৯ শতাংশ । কোচ জাভি হার্নান্ডেজের কথায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে । চলতি মাসেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির । জানা গিয়েছে, নতুন করে ক্লাবের সঙ্গে চুক্তি হয়নি তাঁর । এলএমটেন-এর পরবর্তী ঠিকানা কোথায় হতে চলেছে ? এ প্রসঙ্গে দীর্ঘদিন ধরে নানা জল্পনা চলছে । সূত্রের খবর, সৌদি আরবের ক্লাবে যোগ দিতে পারেন মেসি । সম্প্রতি তাঁর সৌদি আরব ভ্রমণ সেই জল্পনাকেই উস্কে দিয়েছিল । এবার শোনা যাচ্ছে, বার্সেলোনাতেই ফিরে যাচ্ছেন লিও । সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্ডেজ । তাঁর কথায়, মেসির ফেরার সম্ভাবনা রয়েছে প্রবল ।
কোচ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মেসি ফিরবেন কি না, তা নির্ভর করে ওঁর উপরই । তবে, তাঁরা ফেরানোর সবরকম চেষ্টা করবেন । কিন্তু মেসিকে ফেরাতে গেলে নানা শর্তাবলী রয়েছে, ব্যক্তিগত এবং আর্থিক দিক থেকেও । তবে, ফেরার সম্ভাবনা ৯৯ শতাংশ । তাঁর কথায়, "পরিস্থিতি খুবই ভাল। ফুটবলের দিক থেকে বলতে পারি, ওর এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে । ও ফিরলে আর্থিক দিক থেকেও অনেক লাভ হবে । "
২০২১ সাল । ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে চোখের জলে বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন লিও মেসি । বার্সাও ছাড়তে চায়নি মেসিকে । লা লিগার আর্থিক এবং পরিকাঠামোগত বাধার দরুণ দুই পক্ষের মধ্যে সেইসময় চুক্তি সাক্ষর করা সম্ভব হয়নি । তাই বাধ্য হয়েই বার্সা ছাড়েন মেসি ।