ফের মেসি ম্যাজিক! বুধবার রাতে ইউএস ওপেন কাপের (US open cup) সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে এফসি সিনসিনাটিকে হারিয়ে লিওনেল মেসি (Lionel Messi) ইন্টার মিয়ামিকে (Inter Miami) আরেকটি ফাইনালে তুলে দিলেন।
ম্যাচের ৫৩ মিনিটের মধ্যে সিনসিনাটি ২-০ তে এগিয়ে যাওয়ার পরে যখন ইন্টার মিয়ামির জয় নিয়ে সন্দিহান হয়ে উঠছিলেন দর্শকরা, সেই সময়ই কার্যত 'মসিহা'র ভূমিকায় অবতীর্ণ হন লিওনেল মেসি।
আরও পড়ুন: এক রাতের সিদ্ধান্ত, বার্সিলোনা ছাড়া নিয়ে ফের মুখ খুললেন লিওনেল মেসি
মূলত তাঁর সহায়তাতেই গোল করেন জোসেফ মার্টিনেজ এবং লিওনার্দো কাম্পানা।
অতিরিক্ত সময় ২-২ সমতায় শুরু হয়। তারপর দুই দলই আবার একটি করে গোল করলে খেলা টাইব্রেকারে গড়ায়।
তারপরই আধিপত্য বজায় রেখে ম্যাচটি ৫-৪ ব্যবধানে জিতে যায় লিওনেল মেসির (Lionel Messi) দল।