Lionel Messi: দুঘণ্টা পর বাতিল হল আর্জেন্টিনার গোল, মরক্কোর কাছে দেশের হারে ক্ষুব্ধ মেসি

Updated : Jul 25, 2024 17:50
|
Editorji News Desk

আনুষ্ঠানিক ভাবে অলিম্পিক শুরু হবে আগামী ২৬ জুলাই৷ কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে অলিম্পিক ফুটবল। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে মরক্কো। কিন্তু খেলার ফলাফল নিয়ে তৈরি হয়েছে নজিরবিহীন বিতর্ক। ক্ষোভে ফুঁসছেন খোদ লিওনেল মেসি।

প্রথমার্ধেই ১ গোলে লিড নেয় মরক্কো। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড বেড়ে হয় ২-০। এরপর ৬৮ মিনিটে একটি গোল শোধ করে আর্জেন্টিনা। প্রায় ১৬ মিনিট অতিরিক্ত সময়ের খেলা চালান রেফারি। অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে আরেকটি গোল শোধ করে আর্জেন্টিনা। ফল হয় ২-২।

আর্জেন্টিনা দ্বিতীয় গোল দিতেই ক্ষোভে ফেটে পড়েন মরক্কোর কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফরা। সমর্থকরা বোতলবৃষ্টি শুরু করে। উড়ে আসে আতসবাজি। মাঠে ঢুকে পড়েন সমর্থকরা। বাধ্য হয়ে খেলা বন্ধ করে দিতে হয়। কিন্তু তখনও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়নি।

প্রায় দু'ঘন্টা বন্ধ থাকার পর খেলা শুরু হয়। রেফারি জানিয়ে দেন, ভিএআর প্রযুক্তিতে দেখা গিয়েছে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি অবৈধ। অফসাইডে ছিলেন মেদিনা! অর্থাৎ ৯০ মিনিটের ম্যাচ শেষ হয় ৪ ঘণ্টায়! দুঘণ্টা পরে বাতিল হয় আর্জেন্টিনার গোল। জয়ী হয় মরক্কো।

সোস্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছে আর্জেন্টাইন মহাতারকা মেসি। একটি শব্দেই তিনি প্রতিবাদ জানিয়েছেন। লিখেছেন, 'অবিশ্বাস্য!" আর্জেন্টিনার কোচ জাভিয়ার মাসচেরানো খেলার পর বলেছেন, 'ল"আমার জীবনের সবচেয়ে বড় সার্কাস দেখলাম।"

Lionel Messi

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও