Kylian Mbappé: রূপান্তরকামী মডেল থেকে ফ্রান্সের সেরা সুন্দরী, মাঠের মতো ব্যক্তিগত জীবনেও বর্ণময় এমবাপে

Updated : Dec 25, 2022 19:03
|
Editorji News Desk

ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে আরও একটি নাম ঘুরে বেড়াচ্ছে। সেটি হল ফ্রান্সের (France) কিলিয়ন এমবাপে (Kylian Mbappe)। মাত্র ২৩ বছর বয়সেই ফুটবল প্রেমীদের মন জিতেছেন এমবাপে। খেলার মাঠে যতটা চর্চিত তিনি। ব্যক্তিগত জীবনেও কিন্তু তিনি ততটাই রঙিন। মাত্র ২৩ বছর বয়সেই একাধিক সুন্দরীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তালিকায় রয়েছে, রূপান্তরকামী মহিলা মডেল ইনেস (Ines Rau) থেকে শুরু করে ফ্রান্সের সেরা সুন্দরী এলিকা (Alicia Aylies) এমনকি বাদ যাননি নেদারল্যান্ডসের ফুটবলার গ্রেগরি ভ্যান ডার উইয়েলের স্ত্রী রোজ়ের নামও। 

ইনেস রাউ: ২০২২-এর কান চলচ্চিত্র উৎসবে রূপান্তরকামী মহিলা মডেল ইনেস রাউ ও এমবাপেকে একসঙ্গে দেখা যায়। এর পর বহু বার বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। যদিও সম্পর্কের বিষয়ে কেউ মুখ খোলেননি। 

রোজ় বেরট্রাম: নিজের থেকে বয়সে বড় নেদারল্যান্ডসের ফুটবলার গ্রেগরি ভ্যান ডার উইয়েলের স্ত্রী রোজ়ের সঙ্গে নাম জরায় এমবাপের। দুই সন্তানের মা রোজ বা তরুণ ফুটবলার এমবাপে কেউ তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি কখনও। 

স্টেলা ম্যাক্সওয়েল: ২০১৭ সালে স্টেলার সঙ্গে এমবাপের সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়। তাঁদের বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। যদিও স্থায়ী হয়নি সেই সম্পর্ক। 

আরও পড়ুন-  বিশ্বকাপ ফাইনালই শেষ ম্যাচ, শেষ সুযোগ, মেসিকে খোলা চিঠি ছেলে থিয়াগোর

এলিকা এইলিস: ২০১৮ সালে ফ্রান্সের সেরা সুন্দরীর শিরোপা পান এলিকা। এমবাপের সঙ্গে ওই বছরই তাঁর আলাপ হয়। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের প্রতি ম্যাচে তাঁকে দেখা গিয়েছিল গ্যালারিতে। কিন্তু কেউ সেই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

মারিয়ালুইসা জ্যাকোবেলি:  ২০২১ সালে ইতালীয় টিভি সঞ্চালক মারিয়ালুইসা জ্যাকোবেলির সঙ্গে সম্পর্ক জড়ান এমবাপে। একাধিকবার তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে। 

Qatar World Cup FinalFranceKylian Mbappe

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও