পান্ডিয়া পরিবারে নতুন সদস্য । বাবা হলেন ভারতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya) । স্ত্রী পঙ্খুরি শর্মা (Pankhuri Sharma) ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন । পঙ্খুরি ও তাঁদের সদ্যোজাত সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন ক্রুণাল (Krunal Pandya becomes Father of Son) । আর সেখানেই ছেলের নামও জানিয়ে দিয়েছেন ক্রুণাল ।
ছেলের নাম রেখেছেন কবীর ক্রুণাল পান্ডিয়া । যে দু'টো ছবি শেয়ার করেছেন ক্রুণাল, তার ক্যাপশন জুড়ে শুধু সদ্যোজাতের নাম । বাবা-মা হওয়ার আনন্দ দু'জনের চোখেমুখে লেগে রয়েছে । সদ্যোজাতের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বন্যায় ভাসছে কমেন্ট বক্স । শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট তারকা ও ক্রুণালের ছোট ভাই হার্দিক ।
আরও পড়ুন, Ajinkya Rahane : রাধিকার বেবি বাম্প স্পষ্ট, দ্বিতীয়বার বাবা হচ্ছেন অজিঙ্ক রাহানে
বেশ কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর ২০১৭ সালে পঙ্খুরি শর্মাকে বিয়ে করেন ক্রুণাল পান্ডিয়া। ভারত এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে অনেক সময়ই পঙ্খুরিকে গ্যালারিতে দেখা গিয়েছে ।
ক্রুণাল শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের জার্সিতে খেলেছিলেন । ২০১৮ সালে জাতীয় দলের হয়ে অভিষেক করে এখনও পর্যন্ত ৫টি একদিনের আন্তর্জাতিক ওয়ানডে ও ১৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। আইপিএলে ক্রুনাল লখনউ সুপার জায়েন্টসের হয়ে ১৮৩ রান করেছেন । দলকে শেষ চারে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি ।