শনিবার আইপিএলের (IPL 2022) ৩৫-তম ম্যাচে নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs GT) এবং গুজরাট টাইটানস। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার স্বীকার করতে বাধ্য হয় কলকাতা।
টানা তিন ম্যাচে হেরে গিয়ে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) রীতিমতো বিপাকে। বোলিং লাইন-আপ নিয়েও চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। শেষের ম্যাচগুলিতে বহু রান দিয়ে ফেলেছে কেকেআরের বোলাররা। যদিও, রাজস্থান ম্যাচেও প্রথম এগারোয় কোনও বদল আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: পুরুলিয়ায় কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে মৃত্যু এক শিশুর
অন্যদিকে, চলতি আইপিএলে পারফরম্যান্সের নিরিখে সেরা দল গুজরাট টাইটানস (Gujarat Titans)। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং- তিন বিভাগেই মাঠ জুড়ে যেন মুক্তো ছড়াচ্ছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল।
প্রতিটি নতুন ম্যাচেই নিজের সেরাটি দিয়ে পারফর্ম করছেন দলের খেলোয়াড়রা। এবং, গুজরাটের ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এক-একটি ম্যাচে এক-একজন নতুন খেলোয়াড় দুরন্ত পারফরম্যান্স করে দিচ্ছেন।
আরও পড়ুন: উত্তরে ঝড়-জল, কলকাতা-সহ দক্ষিণেও বৃষ্টির পূর্বাভাস
যা স্বস্তিতে রেখেছে টিম থিঙ্কট্যাঙ্ককে। বিজয় শঙ্কর (Vijay Shankar) কবে রানের মধ্যে ফিরবেন, তা নিয়ে কিঞ্চিত চিন্তিত টিম ম্যানেজমেন্ট। যশ দয়ালের (Yash Dayal) পরিবর্তে ম্যাচটিতে হার্দিক পান্ডিয়া প্রথম এগারোয় ফিরে আসবেন বলেও খবর।
প্রসঙ্গত, গত ম্যাচে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে শেষ বলে ১৫৫ রান তাড়া করে জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এছাড়া, এই পিচ প্রবলভাবে বোলারদের সহায়ক বলে ১৮০ রানের বেশি স্কোর করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে প্রথমে ব্যাট করা দলের পক্ষে।
যদিও, উইকেটের অপ্রত্যশিত আচরণের জন্য এই উইকেটে টস জিতলে এখনও পর্যন্ত প্রথমে বল করার সিদ্ধান্তই নিচ্ছেন অধিকাংশ দলের অধিনায়ক।
শনিবারের ম্যাচে (IPL 2022) কী হয়, এখন সেটাই দেখার।