দুর্ধর্ষ ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্স (KKR) রবিবার ঐতিহ্যবাহী ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। এখনও পর্যন্ত চলতি আইপিএলে (IPL 2022) কেকেআর (KKR) যেমনভাবে খেলেছে, তার ঠিক যেন উল্টো মেরুতে অবস্থান দিল্লির (Delhi Capitals)। শ্রেয়স আইয়ারের কলকাতা পরপর ২'টি ম্যাচে জিতে দিল্লির মুখোমুখি হতে চলেছে। অন্যদিকে, দিল্লি আবার হেরেছে সমসংখ্যক ম্যাচ। মজার ব্যাপার হল, এই দুই দলই আইপিএল শুরু করেছিল সাড়া জাগিয়ে। কিন্তু, তারপরই পরিস্থিতির আমূল পরিবর্তন হল।
আরও পড়ুন: এখনই নিষ্কৃতি মিলছে না মুদ্রাস্ফীতি থেকে, আর্থিক বৃদ্ধির হার কমার সম্ভাবনা, জানাল রিজার্ভ ব্যাঙ্ক
দুর্দান্ত ফর্মে থাকলেও কলকাতা নাইট রাইডার্সের (KKR top order) টপ অর্ডারের পারফরম্যান্স নিয়ে রীতিমতো চিন্তিত ম্যানেজমেন্ট। যদিও, কেকেআরের লোয়ার মিডল অর্ডারের পারফরম্যান্স অতি চমকপ্রদ। মুম্বইয়ের বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ারের ফর্মেও ফিরে আশাও আশা জুগিয়েছে শাহরুখ খানের দলকে। বোলিং বিভাগে আবার ৪ ম্যাচে ৯'টি উইকেট নিতে দারুণ ছন্দে রয়েছেন উমেশ যাদবও (Umesh Yadav)। গত ম্যাচে অভাবনীয় পারফরম্যান্সের পর অসম্ভব ভাল ফর্মে থাকা প্যাট কামিনসকে পাওয়াও কেকেআরের ব্যাটিং-শক্তি বৃদ্ধি করেছে।
অন্যদিকে, দিল্লি (Delhi Capitals) যেন ধুঁকছে সবদিক দিয়েই। ব্যাটিংয়ে এখনও ফর্মে ফেরেননি ওয়ার্নার।টপ অর্ডারের মতোই মিডল অর্ডারও ব্যর্থ। তবে, গত ম্যাচে ভাল পারফর্ম করা পৃথ্বী শ'কে নিয়ে আশা রয়েছে দলের।
এখনও পর্যন্ত আইপিএলের (IPL 2022) ইতিহাসে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। কলকাতা জিতেছে ১৬ বার। দিল্লি জয় পেয়েছে ১২ বার।