KKR vs DC match report: বন্ধু পন্তের কাছে থামল শ্রেয়সের বিজয়রথ, ব্রেবোর্নে কুলদীপের মধুর বদলা

Updated : Apr 10, 2022 20:54
|
Editorji News Desk

এ যেন 'মধুর প্রতিশোধ'! কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাঁকে নিলামে রাখেনি এই বছর। পুরনো দলকে সামনে পেয়ে যেন জ্বলে উঠলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দিল্লি ক্যাপিটালসের হয়ে নিলেন ৪'টি মূল্যবান উইকেট। ম্যাচটি ৪৪ রানে জিতে গেল দিল্লি (DC beat KKR)। প্রথমে ব্যাট করতে নেমেই আধিপত্য বিস্তার করতে আরম্ভ করে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

প্রথম উইকেট জুটিতে যোগ করে ৯৩ রান। দুই ওপেনার পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার দুরন্ত অর্ধশতরান করেন। দিল্লির ব্যাটাররা সবথেকে বেশি নির্দয় ছিল প্যাট কামিনসের ওপর। মাত্র ৪ ওভারে ৫১ রান দেন কামিনস। দিল্লির (Delhi Capitals) টেলএন্ডাররাও দারুণ খেলেছেন এই ম্যাচে। শেষের দিকে ব্যাট করতে নেমে চালিয়ে খেলে অপরাজিত থেকে যান দুই বোলার অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর।

আরও পড়ুন: সীতাতেই আস্থা সিপিএমের, কেন্দ্রীয় কমিটিতে নেই বিমান, নতুন মুখ শমীক-সুমিত-দেবলীনা

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৮ রানের মধ্যে ২ উইকেট পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR)। তারপর শ্রেয়স আইয়ারের সঙ্গে ৬৯ রানের লড়াকু পার্টনারশিপ গড়ে যখন প্যাভিলিয়নে ফিরে যান নীতিশ রানা (Nitish Rana), তখন দলের রান ১০৭। জিততে দরকার আরও ১০৯ রান। রবিবারের ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ গত ম্যাচের নায়ক প্যাট কামিনস। মাত্র ৩ বলে ৪ রান করেন তিনি।

একটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন আন্দ্রে রাসেলও (Andre Russell)। তবে, ২৪ রানে আউট হয়ে যান। রাসেল আউট হওয়ার পর স্কোরবোর্ডে আর মাত্র ১ রান যোগ করে কলকাতা।

কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৩৩ বলে ৫৪ রানের লড়াকু একটি ইনিংস খেলেন তিনি। তবে, কুলদীপের ডেলিভারিতে ঠকে গিয়ে বলের লাইন মিস করায় তাঁকে স্টাম্প করেন স্মিথ।

এই ম্যাচে হারের পরেও লিগ টেবিলে আপাতত শীর্ষে রইল কলকাতা নাইট রাইডার্স (KKR)।

KKRDCIPL 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও