IPL-এ যেন অশ্বমেধের ঘোড়া ছেটাচ্ছে KKR। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে KKR। তবে জয়ের হ্যাটট্রিকের পরেও সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বদল হতে পারে নাইটদের প্রথম একাদশে।
কেমন হতে পারে কেকেআরের ফার্স্ট ইলেভেন। ফিল সল্ট এবং সুনীল নারিন ওপেন করবেন। এখানে কোনও বদলের সম্ভাবনা নেই। মিডল অর্ডারে খেলতে পারেন অঙ্গকৃশ রঘুবংশী, বেঙ্কটেশ আয়ার এবং শ্রেয়স আয়ার। রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের খেলা নিয়েও কোনও সংশয় নেই।
গত ম্যাচে ভালো খেললেও টিমে থাকার সম্ভাবনা রমনদীপ সিংয়ের। থাকবেন মিচেল স্টার্কও। গত ম্যাচে না খেললেও সিএসকের বিরুদ্ধে খেলতে পারেন অনুকূল রায়। হর্ষিত রানা চোট পাওয়ায় প্রথম একাদশে সুযোগ পেতে পারেন বৈভব আরোরা। কেকেআর প্রথমে ব্যাট করলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারেন বরুণ চক্রবর্তী। প্রথমে বল করলে প্রথম একাদশে থাকতে পারেন তিনি।