চলতি আইপিএল (IPL 2023) মরসুমে নীতীশ রানা-কে (Nitish Rana) অধিনায়ক করেছে কেকেআর । শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বদলে তাঁর নাম ঘোষণা করা হয়েছে এদিন । কিন্তু, এই নীতীশ রানাকে নিয়ে বিতর্ক কম নেই । কেকেআরের নতুন অধিনায়কের কেরিয়ার কেমন ছিল, একবার জেনে নেওয়া যাক ।
২০১৫ সালে দিল্লির মোট ২২ জন ক্রিকেটারকে নির্বাসিত করে বোর্ড। তার মধ্যে ছিল নীতীশের নাম। জানা গিয়েছে, জুনিয়র পর্যায়ে রাজ্য দলের হয়ে খেলার সময় বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছিল । সেকারণেই তাঁকে নির্বাসিত করা হয় । বোর্ডের নিষেধাজ্ঞা ছিল শুধু বয়সভিত্তিক ক্রিকেটের উপরে। তাই ক্রিকেট খেলায় বাধা আসেনি । ২০১৫ তেই তাঁর রঞ্জিতে অভিষেক হয় । মাঠে নেমেই ব্যাটিংয়ের পাশাপাশি নজর কাড়েন ফিল্ডিংয়ে । এরপর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে জায়গা করে নেন তিনি ।
আরও পড়ুন, KKR New Captain: দলে নেই শ্রেয়স, নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর
২০১৭ সালে কলকাতা তাঁকে কিনে নেয় । সেভাবে উচ্চতায় পৌঁছতে না পারলেও তাঁর পারফরম্যান্স তাঁকে বারবার প্রথম একাদশে থাকার সুযোগ করে দিয়েছে । এবার একেবারে নতুন দায়িত্ব তাঁর কাঁধে । অনেক বড় চ্যালেঞ্জ । শ্রেয়সের বদলে নীতীশকে অধিনায়ক করার সিদ্ধান্ত কেকেআরের উপর পজিটিভ প্রভাব পড়ে নাকি নেগেটিভ, সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল ।