সোমবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR), আইপিএল শুরুর আগে এবার সমর্থকদের জন্যও ‘ফাটাফাটি’ ঘোষণা দলের। সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা আরও বাড়ানোর জন্য এসে গেল ‘নাইট ক্লাব’ অ্যাপ। এই অ্যাপ উদ্বোধন করেন দলের অন্যতম ‘নাইট’ শাহরুখ খান।
এই অ্যাপে যোগ দিলেই নানা সুযোগ পেতে পারেন নাইট সমর্থকেরা। প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে নাইট সমর্থক হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এর মাধ্যমে মিলতে পারে KKR তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ। কেউ কেউ পেতে পারেন দলের জার্সিও। এছাড়াও কেকেআর থিমের বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যাবে অ্যাপটির মাধ্যমে।
Nitish Rana : বয়স ভাঁড়ানোর অভিযোগ, নির্বাসিত করেছিল BCCI, KKR-এর নতুন ক্যাপ্টেন নীতীশ রানাকে ঘিরে বিতর্ক
তিন বছর পর আগামী ৬ই এপ্রিল ইডেনে কেকেআর-এর প্রথম ম্যাচ। এদিন ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের’ বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা।