আইপিএলে বিরাট বাহিনীকে হারিয়ে তৃতীয় জয় নাইটদের। আপাতত কলকাতার ঝুলিতে এল ছয় পয়েন্ট। একই সঙ্গে পয়েন্ট তালিকাতেও কিছুটা এগোল কেকেআর।
বুধবারের আরসিবি-কেকেআর ম্যাচের পর আইপিএলের পয়েন্ট টেবিলের প্রথম ছ’টি স্থানের কোনও পরিবর্তন হয়নি। আট থেকে সাতে উঠে এসেছে কেকেআর। আট ম্যাচ খেলে কলকাতার পয়েন্ট ৬। ৭ ম্যাচে মুম্বইয়েরও সংগ্রহ ৬ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে রয়েছে কলকাতা। কেকেআরের নেট রান রেট -০.০২৭। মুম্বইয়ের -০.৬২০।
পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত টাইটান্স। তৃতীয় স্থানে রাজস্থান রয়ালস।