IPL-এর ইতিহাসে ঐতিহাসিক জয় কলকাতা নাইট রাইডার্সের। রিঙ্কু সিং-এর শেষ ওভারে ৫ বলে পাঁচটা ছক্কায় একটা জেতা ম্যাচ হারল গত বারের চ্যাম্পিয়ন গুজরাত। এই রুদ্ধশ্বাস জয়ের পর নাইটদের ঘিরে উন্মাদনা ছিল চরম। টিম হোটেলেও চলল উৎসবের পর্ব। আমদাবাদের হোটেলের কর্মী এবং হোটেলে থাকা কেকেআরের সদস্যরা স্বাগত জানান নীতীশ রানাদের।
কেকেআর-এর টিম হোটেলে ঢুকতেই সকলে করতালি দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয় বেগুনি বেলুন। ছিল কেক, শ্যাম্পেন। ম্যাচের নায়ক রিঙ্কু সিংহ হোটেলে ঢুকতেই উচ্ছ্বাসের ফেটে পড়েন সকলে।
রিঙ্কুই কেক কাটলেন। শ্যাম্পেন দিয়ে প্রায় স্নান করিয়ে দেওয়া হয় বাঁহাতি ব্যাটারকে। উদযাপনের ভিডিয়ো সমাজমাধ্যমে সমর্থক, ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।