সালটা ২০১৮ থেকে টানা ২১, মুদির দোকান থেকে চায়ের দোকানে বিরাটের নামে নিন্দার শেষ নেই। সময়টা তখন খারাপ যাচ্ছিল কিং-এর। ঔদ্ধত্য। বিরাট কোহলির ওই মেজাজ, সব সময় দেশের জন্য ভাল ঠেকছে না। দীর্ঘ ২৫ মাস ব্যাটে তাঁর রান নেই। বিরাটের ক্যাপ্টেন্সি নিয়েও তখন প্রশ্ন উঠছে। নিজেই প্রথমে ওয়ান ডে পরে T20-এর ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন বিরাট। তখন বোর্ডের কুর্সিতে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়, সদ্য হয়েছে ভামিকা। কেউ কেউ ‘ফ্যামিলিম্যান’ বলেও বিরাটকে কটাক্ষ করতে ছাড়েননি। কিন্তু কথায় আছে 'রাজার মুকুট রাজার সাজ', শাহরুখ হোক বা বিরাট কাড়বে কে? অবশেষে কিং ফিরলেন। …
T20 বিশ্বকাপেই পাকিস্তানে তাঁর রূপকথার ইনিংসে কামব্যাক শুরু। তারপর ,
বিশ্বকাপে পুরনো মেজাজে কিং কোহলি। মাত্র ১৩ দিনের ব্যবধানে একটার পর একটা মাইলফলক তিনি পেরিয়ে গেলেন অবলীলায়। প্রথমে সচিনকে ছুঁলেন, তারপর ছোটবেলার ‘হিরোর’ রেকর্ড হিরোর মাটিতেই ভাঙলেন কিং। উঠে দাঁড়াল গোটা মাঠ। তখন বিরাট মাটিতে মাথা ঠেকিয়ে করলেন প্রণাম। ভারতবাসীকে নাকি যাঁকে দেখে তাঁর বেড়ে ওঠা সচিনকেই তা রাজা স্বয়ংই জানেন। আর তারপরেই প্রেয়সীকে ফ্লাইয়িং কিস দিয়ে ‘ফ্যামিলি ম্যান’ বিরাটই প্রমাণ করলেন তিনি কিং ছিলেন, আছেন আর তাঁর রাজত্ব এখন শেষ হওয়ার প্রশ্ন নেই।