অলিম্পিক্সের মতো ঐতিহ্যবাহী ক্রীড়া মঞ্চে কলার তুলল ভারত। নেপথ্যে একটিই নাম মনু ভাকের। প্যারিস অলিম্পিকে দ্বিতীয় পদক জয় ভারতের। স্বাধীনতার পর ভারতীয় হিসেবে অলিম্পিকে দুটি পদক জয়ের রেকর্ড গড়লেন মনু ভাকের। একটি ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট, দ্বিতীয়টি মিক্সড টিম ইভেন্টে। একই অলিম্পিকে পরপর দুটি মেডেল জয়, ১২৪ বছরে এই প্রথম। উত্তেজনায় ফুটছে ভারতবাসী। ভারতীয় শুটারকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতীয় শুটারকে বিশেষ সম্মান জানাতে ভুলল না গুগলও। গুগলে গিয়ে মনু ভাকের লিখলেই দেখা যাবে চমক। স্ক্রিনের তলা দিয়ে ভেসে উঠতে দেখা যাবে ব্রোঞ্জ পদক। সঙ্গে দেখা যাবে একটি ফুল, তাতে ক্লিক করলেই ঝুড়ি ঝুড়ি ফুলের তোড়ায় ভরে যাবে স্ক্রিন।
উল্লেখ্য, গত রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জেতেন মনু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে শুটিং থেকে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। মঙ্গলবার দলগত বিভাগে সরবজ্যোত সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতলেন তাঁরা। সোমবার মিক্সড ইভেন্টে অল্পের জন্য সোনা জয়ের ম্যাচে হারতে হয় তাঁদের।