বিশ্বকাপ ফুটবল বলে কথা। প্রথম ম্যাচ থেকেই মোবাইলের স্ক্রিনে নজর রেখেছিলেন বহু ফুটবলপ্রেমী। কিন্তু তাঁদের সেই আশায় কার্যত জল ঢেলে দিল মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্সের শাখা জিও সিনেমা। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই সম্প্রচারে সমস্যা শুরু হয়। যদিও এই ঘটনার জেরে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে টুইট করেছে জিও সিনেমা।
রবিবার রাতেই জিয়ো সিনেমা জানিয়েছে, ‘‘ভালভাবে বিশ্বকাপ দেখানোর সবরকম চেষ্টা করছি। দয়া করে নিজেদের মোবাইলে জিয়ো সিনেমার সব থেকে উন্নত ভার্সন ইনস্টল করুন।’’ তবে সম্প্রচারে সমস্যার জন্য তাঁরা ক্ষমা চেয়ে নিয়েছেন দেশের আপামর ফুটবলপ্রেমীর কছে।
আরও পড়ুন- Azamgarh Murder News: উত্তরপ্রদেশেও শ্রদ্ধাকাণ্ডের ছায়া, প্রেমিকাকে খুনের পর আলাদা করা হল ধড়-মুণ্ডু
দেশে টেলিভিশনে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের বরাত পেয়েছে ভায়াকম ১৮। টেলিভিশনে ফুটবল বিশ্বকাপ চলছে স্পোর্টস ১৮ চ্যানেলে। আর মোবাইল অ্যাপে ফুটবল বিশ্বকাপ দেখাচ্ছে জিয়ো সিনেমা। শুধু নিজস্ব কানেকশন নয়, দর্শক টানতে অন্য যে কোনও মোবাইল কানেকশন থেকেও জিয়ো সিনেমা ইনস্টল করে সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিয়েছে মুকেশ অম্বানির সংস্থা। কিন্তু রবিবার সেখানেই খেলা দেখতে গিয়ে সমস্যায় পড়েন দর্শকরা। দীর্ঘক্ষণ সমস্যা চলার পর কেউ ইউটিউবে গিয়ে খেলা দেখতে শুরু করেন। কেউ বা ফেসবুক লাইভ থেকে কোনরকমে খেলা দেখেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন দর্শকদের একাংশ।