Ranji trophy: এক ম্যাচে উঠল মোট ১৫৮৬ রান, একাধিক নজির গড়ে রঞ্জি কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ড

Updated : Mar 16, 2022 20:21
|
Editorji News Desk

একাধিক নজিরের সাক্ষী থাকল রঞ্জি ট্রফির (Ranji Trophy) ঝাড়খন্ড-নাগাল্যান্ড (Jharkhand-Nagaland) ম্যাচ। ইতিহাসে নাম লেখাল ঝাড়খন্ড। উঠে গেল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে (Ranji trophy quarter final)। প্রথম ইনিংসে ১০০৮ রানে এগিয়ে ছিল তারা। রঞ্জির ইতিহাসে তা তৃতীয় সর্বোচ্চ।

প্রথম ইনিংসে ঝাড়খন্ড (Jharkhand) ৮৮০ রান তুলেছিল। কুমার কুশাগ্র ২৬৬ রান করেন। এ ছাড়াও শতরান করেন বিরাট সিংহ এবং শাহবাজ নাদিম। জবাবে নাগাল্যান্ডকে (Nagaland) ২৮৯ রানে অলআউট করে দেয় তারা। ফলে প্রথম ইনিংসে ৫৯১ রানের লিড নেয় ঝাড়খন্ড। কিন্তু তার পরেও নাগাল্যান্ডকে ফলো-অন করায়নি ঝাড়খন্ড। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪১৭ রান তোলে তারা। শতরান করেন অনুকূল রায়। কুশাগ্র ৮৯ রান করেন।

আরও পড়ুন: এই প্রথম মমতা-শুভেন্দুর টক্করে সরগরম বিধানসভা, বিজেপির ওয়াক-আউট

ঝাড়খন্ড এবং নাগাল্যান্ডের (Jharkhand vs Nagaland) মোট রান মিলিয়ে এই ম্যাচে ১৫৮৬ রান উঠেছে। এটিই সর্বোচ্চ। আগের রেকর্ডটি হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতেই। বিহার বনাম সিকিমের বিরুদ্ধে সেই ম্যাচে উঠেছিল ১৩৬৭ রান। 

দু’ইনিংস মিলিয়ে ঝাড়খন্ড তুলেছে ১২৯৭ রান। যেটি কোনও দলের এক ম্যাচে করা রানের বিচারে তৃতীয় সর্বোচ্চ (Ranji trophy record)। ১৯৪৮-৪৯ মরসুমে মহারাষ্ট্রের বিরুদ্ধে তৎকালীন বম্বে মোট ১৩৬৫ তুলেছিল। সেটিই এখনও শীর্ষে। এর পরের নজিরও বম্বেরই। ১৯৯০-৯১ মরসুমে হায়দরাবাদের বিরুদ্ধে তারা মোট ১৩০১ রান তুলেছিল।

jharkhandRanji TrophyNagaland

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও