Jasprit Bumrah : টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার, কিন্তু তারপরেও ক্ষোভ বুমরা-র, কী বললেন ?

Updated : Feb 08, 2024 12:08
|
Editorji News Desk

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ এখন এক নম্বর বোলার যশপ্রীত বুমরা । অশ্বিনকে সরিয়ে শীর্ষে পৌঁছে ইতিহাস গড়েছেন টিম ইন্ডিয়ার এই পেস বোলার । কিন্তু, এই সাফল্যের কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল যশপ্রীত বুমরা-র একটি স্ট্যাটাস । যখন সকলে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, ঠিক সেই সময় দুর্দিনের কথা স্মরণ করলেন বুমরা । ক্ষোভ যেন কোথাও স্পষ্ট ফুটে উঠল ।

যশপ্রীত বুমরা-র পোস্ট

টেস্টে ব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করার পরেই একটি স্ট্যাটাস দেন যশপ্রীত । পোস্টে দেখা গেল দু'টি ছবির কোলাজ । একদিকে দেখা গেল ফাঁকা স্টেডিয়ামে একা বসে এক ব্যক্তি । লেখা, দ্য সাপোর্ট ভার্সেস ।  ঠিক তার সঙ্গে জুড়ে রয়েছে আরেক ছবি । যেখানে দেখা যাচ্ছে গ্যালারি ভর্তি দর্শক, ক্যাপশনে লেখা কংগ্র্যাচুলেশন বা অভিনন্দন ।  এই স্ট্যাটাসের মাধ্যমে হয়তো বুমরা বোঝাতে চাইলেন, দুর্দিনে বা প্রয়োজনে পাশে থাকে না কেউ, কিন্তু সাফল্যে শুভেচ্ছার বন্যা বয়ে যায়, আশেপাশে ভিড় জমে যায় । 

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন বুমরা । দু'ইনিংস মিলিয়ে ৯ উইকেট তুলে নিয়েছিলেন তিনি । তার ঠিক পরেই ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে পেলেন একনম্বরের স্বীকৃতি । ফলে অশ্বিন নেমে যান দ্বিতীয় স্থানে । বুমরা ও অশ্বিন ছাড়া যথাক্রমে প্রয়াত ভারতীয় ক্রিকেটার বিষেণ সিং বেদি ও রবীন্দ্র জাদেজা এর আগে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থানে ছিলেন।

Jasprit Bumrah

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও