বাংলাদেশকে ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজে রীতিমতো বিধ্বস্ত করে দিয়ে হারিয়েছে টিম ইন্ডিয়া। সেই সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজ জুড়েই তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ বিশেষজ্ঞ থেকে সাধারণ দর্শক সকলেই। ১১৪ রান ও ১১টি উইকেট নিয়ে সেরার পুরস্কার পেয়েছেন তিনি। এবার সেই অশ্বিনকেই আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় পিছনে ফেলে দিলেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা।
কানপুর টেস্টের পর আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে চলে গেলেন বুমরা। তিনি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬টি উইকেট নেন। অশ্বিন নিয়েছিলেন ৫টি উইকেট।
দুটি টেস্ট মিলিয়ে দুজনের সমসংখ্যক উইকেট থাকলেও বুমরা মাত্র ১২.৮২ গড়ে উইকেট নিয়েছেন।
চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হয়েছিলেন বুমরা। তখনও তিনি রবিচন্দ্রন অশ্বিনকেই টপকে গিয়েছিলেন। প্রথম ভারতীয় পেসার হিসাবে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হয়েছিলেন। অতীতে কপিল দেব দ্বিতীয় স্থানে উঠে এলেও কোনও দিন প্রথম স্থান অর্জন করতে পারেননি।
উল্লেখ্য, ২০২৪ সালের শুরু থেকে, বুমরা ১৪.৪২- এর স্ট্রাইক রেটে ৩৮ উইকেট নিয়েছেন। বুমরার পাশাপাশি শ্রীলঙ্কার স্পিনার প্রবাথ জয়সূর্যও ৩৮টি উইকেট নিয়েছেন। বুমরার তুলনায় জয়সূর্য'র স্ট্রাইক রেট অনেক বেশি হওয়ায় ক্রমতালিকায় পিছিয়ে পড়েন তিনি।