তাঁরই যেন অপেক্ষা ছিল । অবশেষে তিনি এলেন । অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিলেন জেসন রয় (Jason Roy)। শাকিবের পরিবর্তে নেওয়া হয়েছে ইংল্যাণ্ডের এই ক্রিকেটারকে । এখন আহমেদাবাদে রয়েছে কেকেআর । সেখানেই এদিন যোগ দেন জেসন । ইংল্যান্ড ব্যাটারের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে কেকেআর (Jason Roy in KKR) ।
রবিবার গুজরাত টাইটান্সের সঙ্গে ম্যাচ রয়েছে কেকেআরের । তবে এই ম্যাচে জেসন খেলবেন কি না তা নিশ্চিত নয় । যদি জেসন খেলেন, তাহলে তাঁকে ওপেনিংয়ে নামানো হতে পারে । এই মুহূর্তে ভাল ছন্দে রয়েছেন জেসন । সেক্ষেত্রে ওপেনিংয়ে জেসনের মতো ব্যাটারকে নামালে তা কেকেআরের জন্য ভাল হতে পারে । আবার তাঁকে ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড় হিসাবেও ব্যবহার করা হতে পারে ।
আরও পড়ুন, Shah Rukh Khan-Aryaan: ছেলের জামায় ইডেন মাতালেন শাহরুখ, 'বাপ-ব্যাটার' সমীকরণে চোখ জুড়িয়েছে নেটবাসীর
উল্লেখ্য, বুধবারই জেসনকে সই করানোর খবর প্রকাশ্যে আনে কেকেআর । সই করাতে ২ কোটি ৮০ লক্ষ টাকা দিতে হয়েছে ইংল্যাণ্ডের ওপেনারকে । রবিবারই হয়তো তাঁকে কেকেআরের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে ।