দেশের হয়ে আর খেলতে চান না ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেসন রয়। চলতি বছরের ১৩ জুলাই থেকে মার্কিন মুলুকে শুরু হতে চলেছে টি২০ ক্রিকেট লিগ। নাম ‘মেজর লিগ ক্রিকেট’। সেখানে খেলার জন্যই প্রস্তাব ছিল ইংল্যান্ডের জাতীয় দলের এই ক্রিকেটারের কাছে। সূত্রের খবর অনুযায়ী, জেসন রয় নাইটদের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। শুধু তাই নয়, ইসিবির কেন্দ্রীয় চুক্তি বাতিল করতে চলেছেন তিনি। মেজর ক্রিকেট লিগে খেলতেই ইংল্যান্ডের চুক্তি ছাড়ছেন রয়।
জানা গিয়েছে, যে সব ইংরেজ ক্রিকেটারদের পূর্ণ চুক্তি রয়েছে বোর্ডের সঙ্গে, তাঁরা মেজর লিগ খেলতে পারবেন না। জেসনের পূর্ণ চুক্তি নেই। তাঁর সঙ্গে বোর্ডের চুক্তি ক্রমবর্ধমান। অর্থাৎ জেসনের চুক্তি নির্ভর করে তাঁর খেলার উপর। তাই জেসন চাইছেন ইংরেজ বোর্ডের চুক্তি ছেড়ে মেজর লিগে খেলতে।