জাতীয় দলে হার্দিক পান্ডিয়ার ভূমিকা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। আন্তর্জাতিক মঞ্চে হার্দিকের ধারাবাহিকতার অভাবের সমালোচনা করেন পাঠান। তাঁর কথায়, সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে হার্দিকের ফর্ম স্বাভাবিকভাবেই চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে।
স্টার স্পোর্টস-এর 'টিকিট টু ওয়ার্ল্ড কাপ' শীর্ষক শো'তে এসপ ইরফান পাঠান বলেন, "আমি মনে করি, ভারতীয় টিম ম্যানেজমেন্টের এটা এবার বোঝা উচিত যে, হার্দিককে নিয়ে এতদিন যে লাফালাফিটা করে এসেছে দল, তা আর করার কোনও অর্থ নেই"। হার্দিকের যোগ্যতা নিয়ে তাঁর কোনও সন্দেহ নেই, তবে, হার্দিককে যে আরও উন্নতি করতে হবে এবং ধারবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে যাওয়ার জন্য মেরামত করতে হবে বেশ কিছু ফাঁফোকর, তাও স্পষ্ট করে দেন ইরফান পাঠান।