Qatar World Cup 2022: দ্বিতীয় ম্যাচেই সুর নরম, 'বিপ্লব' ভুলে জাতীয় সঙ্গীত গাইলেন ইরানের ফুটবলাররা

Updated : Dec 02, 2022 19:14
|
Editorji News Desk

ইংল্যান্ড ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় চুপ করেছিলেন ইরান ফুটবলাররা। মূলত হিজাব নিয়ে তাঁদের দেশে ক্রমাগত বাড়তে থাকা আন্দোলনকেই কার্যত সমর্থন করেছিলেন বিশ্বকাপের মঞ্চ থেকে। কিন্তু ওয়েলস ম্যাচের দিলে ইরানি ফুটবলারদের 'বিপ্লব' কার্যত শেষ হয়ে গেল। সরকারের হুঁশিয়ারির কাছে সুর নরম করলেন কার্লোস কুইরেজের দল। দোহার মাঠে এদিন জাতীয় সঙ্গীতের সময় গান গাইতে দেখা গেল ইরানি ফুটবলারদের। আগের দিন তাঁরা যতটাই সমর্থন পেয়েছিলেন, এদিন ঠিক তততাই সমালোচিত হলেন নেট দুনিয়ায়। অনেকে অভিযোগ করল গ্রেফতারি এড়াতেই সরকারের কাছে নতিস্বীকার করলেন জাতীয় দলের ফুটবলাররা। যদিও এই ঘটনা নিয়ে সরকারি ভাবে কিছুই জানায়নি ইরান ফুটবল দল। 

এই বছরে সেপ্টেম্বর মাসেই হিজাবের প্রতিবাদ করায় থানার মধ্যে পুড়িয়ে মারা হয়েছিল মাহাশা আমিনিকে। তার জেরে বিক্ষোভের আগুন জ্বলেছিল তেহেরানে। গত কয়েকদিন আগে দেশের অন্য়তম বিখ্য়াত শেফ  মেহরশাদ শাহিদিকে পিটিয়ে খুন অভিযোগ ওঠে। ফলে প্রতিবাদ দ্বিগুণ হয়েছিল। যে প্রতিবাদের ছবি দেখা গিয়েছিল বিশ্বকাপের মাঠেও। হিজাব বিরোধী আন্দোলনকে কার্যত সমর্থন করেছিলেন সে দেশের খেলোয়াড়রা।  ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত গান গাননি তাঁরা। 

কিন্তু খেলোয়াড়দের সুর নরম হলেও প্রতিবাদ জানিয়েছেন মাঠে থাকা ইরানের সমর্থকরা। ইরানের জাতীয় সঙ্গীত চলার সময় তীব্র ব্যাঙ্গাত্মক শিসে ভরিয়ে দেন তাঁরা। নারীদের স্বাধীনতার দাবিতে পোস্টারও দেখা যায় মাঠে। চোখে জল দেখা যায় মহিলা সমর্থকদের। ভেঙে পড়েন একাধিক পুরুষ সমর্থকও।  

 

IranIran ProtestQatar World Cup 2022WalesFifa world cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও