হোয়াটসঅ্যাপে আর নেওয়া যাবে না স্ক্রিনশট। স্ক্রিনশট শেয়ার রুখতেই মেটা এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানা গিয়েছে। যদিও, চ্যাটবক্স নয় এই পদক্ষেপ করা হচ্ছে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট আটকানোর জন্য। অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুই ডিভাইসেই থাকবে ফিচারটি।
একটি রিপোর্ট অনুযায়ী, স্ক্রিনশট নেওয়া বন্ধ করার অন্যতম কারণ ইউজারদের নিরাপত্তা বাড়ানো। কারণ প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিয়ে নানা রকম অবৈধ কার্যকলাপ করা হয়। তা রুখতেই এই পদক্ষেপ মেটার। যদিও ফিচারটি এখনও লাইভ হয়নি। এটি নিয়ে কাজ চলছে।
আরও পড়ুন - গুগল মেসেজে নতুন ফিচার, নম্বর সেভ করা না থাকলেও দেখা যাবে প্রেরকের নাম
যদিও হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ভার্সনে ইতিমধ্যেই এই ফিচার ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। এই অ্যাপে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিলে ব্ল্যাঙ্ক দেখা যায়। এবার সেই ফিচার সব হোয়াটসঅ্যাপের জন্যই চালু হবে।