আশঙ্কা আগেই ছিল। এবার তা সত্যি হল। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি। ২০২৩ ওডিআই বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে নজির গড়েছিলেন মহম্মদ শামি। কিন্তু গোড়ালির চোটের কারণে এই ম্যাচের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও খেলেননি। বাদ পড়েছেন আইপিএল থেকেও। এবার তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বাইরে চলে গেলেন।
মঙ্গলবার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকর। মোট ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ভারতীয় দলের বোলিং মুজবুত করতে রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে দলে রাখা হয়েছে।
আরও পড়ুন - টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, প্রত্যাবর্তন পন্থের, রোহিতের ডেপুটি হার্দিক